মস্কোতে পুতিন সরকারের শীর্ষ কর্মকর্তা নিজ বাসায় খুন

moskoতুরস্কে আততায়ীর গুলিতে রাষ্ট্রদূত নিহত হওয়ার কয়েক ঘন্টা পরই মস্কোতে গুলিতে নিহত হয়েছেন রাশিয়া সরকারের আরেকজন কর্মকর্তা। নিহত কর্মকর্তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

তবে অসমর্থিত সূত্রে ব্রিটিশ দৈনিক ইউকে এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলববার ভােরে মস্কোতে গুলিবিদ্ধ যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই মৃতদেহটি রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রধানের।

নিহতের রান্নাঘর থেকে পাশাপাশি পড়ে থাকা অবস্থায় বন্দুকের দুটি শেল পাওয়া গেছে। এটি খুন নাকি আত্মহত্যা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। আর এই ঘটনা এখনো অস্বীকার বা স্বীকার কোনোটাই করেনি ক্রেমলিন।

এর আগে সোমবার বিকেলে তুরস্কে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় নিহত হন দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। রাজধানী আঙ্কারায় একটি চিত্রশালায় প্রদর্শনী পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন রাষ্ট্রদূত। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সিরিয়ায় রুশ অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিনের মাথায় রুশ রাষ্ট্রদূত নিহত হলেন।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hONSAx

December 20, 2016 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top