শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ ‘নো হেলমেট নো কলেজ’। এবারে হেলমেট না পরলে বাইক নিয়ে কলেজে ঢুকতে দেওয়া হবে না। শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ এই মর্মে ব্যানার বানিয়ে কলেজ গেটে টাঙিয়েছে। পাশাপাশি, কলেজের পার্কিং-এর জায়গা ছাড়া অন্যত্র যানবাহন রাখতে দেওয়া হচ্ছে না। হেলমেট না পরলে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা এই প্রথম হওয়ায় এনিয়ে বিভিন্ন মহলে প্রশংসা ছড়িয়েছে। চলতি মাসের শুরুতে কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ হয়। কলেজে এসে বিভিন্ন অচলাবস্থা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এরপরেই একটি নির্দেশিকা জারি করা হয়। হেলমেট ছাড়া কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশিকায় বলা হয়। পাশাপাশি, পরিচয়পত্র না দেখালে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়। অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ‘আমিও এই কলেজের ছাত্র ছিলাম। কিন্তু আমাদের সময় এখানে বহিরাগতদের এত আনাগোনা ছিল না। তাই এখন থেকে পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া, হেলমেট না পরলে বাইক নিয়ে কলেজে ঢুকতে দেওয়া হবে না।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ioyw8L
December 24, 2016 at 07:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন