লস অ্যাঞ্জেলস, ২৬ ডিসেম্বর- সেলিব্রেটি জীবন, আর তাতে বিতর্ক থাকবে না তাও কি হয়। অভিনয়, ফ্যাশন, সম্পর্ক তো আছেই পাশাপাশি পেজ থ্রির পাতা মানেইতারকা জীবন জুড়ে রয়েছে বিতর্কের কুড়মুড়ে স্বাদ। কেউ পোশাকে বিতর্কের ঝড় তুলেছেন, কারও মন্তব্যে সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে, তো কেউবেহিসেবি কাজ করে নিন্দা কুড়িয়েছেন অসংখ্য। জনসমক্ষে ক্ষমা চেয়ে তবে নিস্তার পেয়েছেন সেলেবরা। গ্যালারির পাতা থেকে এক নজরে দেখেনেওয়া যাক ২০১৬-র এমনই বেশ কিছু বহু চর্চিত বিতর্ক। দেমি লাভাতো:আমেরিকার জনপ্রিয় গায়িকা দেমি লাভাতোর জিকা ভাইরাস মন্তব্যে তৈরি হয়েছিল বিতর্ক। এ বছরেরই অগস্ট মাসে স্ন্যাপচ্যাটে দেমিরমা লেখেন, রিওতে যারাই যাবে তাদেরই জিকা ভাইরাস আক্রমণ করবে। এই মন্তব্যে কয়েকটি স্মাইলি দেন দেমি। জিকা নিয়ে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যেএই ধরনের মজা কেউ নিতে পারেনি। বিতর্কের জেরে পিছু হটতে হয় দেমিকে। পরে ক্ষমা চেয়ে তিনি লেখেন, আমি কাউকে আঘাত দিতে চাইনি।আমি আণার মায়ের কথায় হেসেছিলাম। বিষয়টাকে নিয়ে হাসাহাসি করা আমার উদ্দেশ্য ছিল না। তাও সকলের কাছে আমি ক্ষমা চাইছি। জেনিফার লরেন্স: হাওয়াই দ্বীপে দ্য হাঙ্গার গেমস-এর শুটিং করার সময় পবিত্র হায়ইন পাথর বিকৃত করে ছবি তুলে পোস্ট করার জন্য সমালোচিত হয়েছিলেন এই মার্কিন অভিনেত্রী। যদিও এরপর ক্ষমাও চেয়েছিলেন জেনিফার। জেন সিমোন: প্রিন্স মারা যাওয়ার পর সিমোন বলেছিলেন, এটা খুবই দুঃখজনক যে প্রিন্স নিজেই নিজেকে মেরে ফেলেছেন। অতিরিক্ত ড্রাগ আর অ্যালকোহল নিয়ে নিজেকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন প্রিন্স। প্রিন্সকে নিয়ে এ হেন মন্তব্যের পর বলাই বাহুল্যে ঘরে বাইরে অনেক তীর্যক মন্তব্য সহ্য করতে হয় তাঁকে। পরে অবশ্য সিমোন সাফাই দেন, আমি ক্ষমা চাইছি। আমি বলতে চাইনি যে প্রিন্স নিয়মিত ড্রাগ নিতেন। আসলে ড্রাগ বা অ্যালকোহলের সঙ্গে আমার খুব খারাপ স্মৃতি জড়িয়ে আছে। নেশা ব্রেই লারসন: পোষা ডলফিনের ছবি দিয়ে ব্রেই লিখেছিলেন, আমি ডলফিনের পেটে হাত দিয়েছিলাম...। পরে বিতর্কের মুখে পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন ব্রেই। বলেছিলেন, এভাবে কোনও প্রাণীকে খারাপ অর্থে দেখানো ঠিক নয়। আমি ক্ষমা চাইছি। লিনা দুনহাম: ওডেল বেকহ্যাম মিট তাঁর সঙ্গে কথা না বলায় লিনা বলেছিলেন, বেকহ্যাম আমাকে দেখলেন। কিন্তু মনে হয় আমার শেপ ঠিক ওঁনার স্ট্যান্ডার্ডের নয়। তাই উনি কথা বলেননি। পরে অবশ্য এই কথা ফিরিয়ে নিয়ে লিনা বলেন, অনেক সমালোচনার পর আমি বুঝতে পেরেছি এ ভাবে কাউকে বিচার করা ঠিক নয়। কাউকে নারীবিদ্বেষী তকমা দেওয়াও ঠিক নয়। ক্রিসি তেইগেন: এমনই পোশাক পরেছিলেন যে তার জন্য পরে নিজেই লজ্জিত হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে হাই স্লিট কালো পোশাক পরে রেড কার্পেটে হেঁটেছিলেন ক্রিসি। পরে নিজেই বলেছিলেন, আমার হুহা পোশাকের জন্য কেউ মানসিক বা শারীরিকভাবে আঘাত পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। টেলর পোসে: টেন উলফ-খ্যাত টেলর স্ন্যাপচ্যাটে গে সেন্টের সামনে একটি ছবি তুলে পোস্ট করেছিলেন। লিখেছিলেন, হ্যাঁ, এটাই আমি। আমি আর বাঁচতে চাই না। আমি গে। তবে পোস্ট করার সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নিয়েছিলেন টেলর। আমি খুবই দুঃখিত। কাউকে আঘাত করতে চাইনি। সমস্ত পৃথিবীতে ভালবাসা ছড়িয়ে দিতে চাই। ব্রডি জেনার: ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ব্রডি। ইনস্টাগ্রামে বন্ধুর বিয়ের ছবি রিপোস্ট করে তিনি লিখেছিলেন, এই জাতির জন্য কিছুই করার নেই। পরে অবশ্য ক্ষমা চেয়ে ব্রডি বলেন, ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট নিয়ে কিছু বলার আগে আমার পুরো ব্যপারটা আরও বিষদে জানা উচিত ছিল। হিলারি ডাফ: হ্যালোউইনে অদ্ভুত সেজে বিতর্কে জড়িয়েছিলেন হিলারি ডাফ ও তাঁর বয়ফ্রেন্ড জ্যাসন ওয়াল্স। জ্যাসনের পোশাক ছিল নেটিভ আমেরিকানদের মতো। এতেই বিতর্কের সূত্রপাত। পরে অবশ্য নিজেদের পোশাকের জন্য ক্ষমা চেয়েছিলেন তাঁরা। প্রিয়ঙ্কা চোপড়া: রিফিউজি টি-শার্ট পরে বিতর্কে জড়িয়েছিলেন পিগি চপসও। কন্দে নাস্ট ট্র্যাভেলার ম্যাগাজিনের কভার ফোটোশুটে সাদা একটি ট্যাঙ্ক টপ পরেছিলেন প্রিয়ঙ্কা। যেখানে রিফিউজি, ইমিগ্র্যান্ট এবং আউটসাইডার তিনটি শব্দ কাটা ছিল। একেবারে শেষ ট্র্যাভেলার শব্দটি কাটা ছিল না। পরে অবশ্য প্রিয়ঙ্কা বলেন, এতে যদি কারও অনুভূতিতে আঘাত লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বার্তাটি ভুলভাবে ব্যখ্যা করা হয়েছে। আর/১২:১৪/২৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2isDMs7
December 26, 2016 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন