লিয়েন্ডারদের ‘অধিনায়ক’ ভূপতি

নয়াদিল্লি,২২ ডিসেম্বরঃ লিয়েন্ডার পেজের ‘অধিনায়ক’ মহেশ ভূপতি। ভারতীয় টেনিসে এমনই চমকপ্রদ কান্ড ঘটতে চলেছে। পরবর্তী নিউজিল্যান্ড টাই এর পর ক্যাপ্টেন হচ্ছেন মহেশ ভূপতি। সেক্ষেত্রে নিউজিল্যান্ড টাইয়ের পর লিয়েন্ডার-ভূপতি যুগলবন্দী দেখার সম্ভাবনা প্রবল। শুধু বদলে যাবে ভূমিকাটা। লি যেখানে র‍্যাকেট নিয়ে টেনিস কোর্ট মাতাবেন, যেখানে সাইড লাইনে অধিনায়ক হিসেবে উত্সাহ জোগাবেন ভূপতি।



from Uttarbanga Sambad http://ift.tt/2ig5dFG

December 22, 2016 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top