মুম্বাই, ০৯ ডিসেম্বর- এই বছর সেরা প্রভাবশালী নারীর খেতাব পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। রিয়েলিটি শো বিগ বস থেকে মিডিয়ায় যাত্রা শুরু তার। পরে ২০১২ সালে জিসম ২ ছবির মাধ্যমে হিন্দি ছবির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সানি। সম্প্রতি বলিউড সিনেমায় ৫ বছর সম্পন্ন করেছেন সাবেক পর্নো তারকা। এই উপলক্ষে বিবিসিতে একটি সাক্ষাৎকার দেন সানি লিওন। সেখানে তিনি বলেন, নারীদের পণ্য বলায় আপত্তিকর কোনো কিছু মনে করেন না তিনি! বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় মেয়েদের পণ্য হিসেবে দেখায় কিনা। জবাবে সানি বলেছেন, পণ্য শব্দটি আপত্তিকর বলে মনে হয় না তার। যা বিক্রি করতে হবে, তা আমরা সবাই পণ্যের তালিকায় তুলি। সানির মতে, পণ্য তো সব কিছুই। যা বিক্রি করতে হবে তাকে পণ্য বললে ক্ষতি নেই! সানি জানিয়েছেন, প্রথম যখন তার কাছে বিগ বস-এ যোগ দেওয়ার প্রস্তাব আসে, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। মনে হয়েছিল, পর্নো ছবির নায়িকা হওয়ায় ভারতীয়রা ঘৃণা করবেন তাকে। কারণ এর আগের অভিজ্ঞতা সে কথাই বলে। কিন্তু পরে যখন তারা ওই শো ও দর্শকসংখ্যার তথ্য দেয় তখন তার মনে হয়, এতে যোগ না দিলে সেটাই হবে তার ক্যারিয়ারের বড় ভুল। কিন্তু বিগ বসে যোগ দিতে এসে বলিউডেই থেকে গেলেন কেন? সানির জবাব, এখানে কাজ করতে এসে তিনি দেখেন, ভারতে তার গ্রহণযোগ্যতা নিয়ে তার মনে যে সংশয় ছিল, তা সম্পূর্ণ ভুল। কিছু মানুষ তাকে পছন্দ করেন না ঠিকই, সে জন্যও তাদের তিনি সম্মান করেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যারা তাকে ভালোবাসেন, তার কাজ ভালোবাসেন। গত বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের রইস ছবির ট্রেলার। সেখানে একটি আইটেম গানে শাহরুখের সঙ্গে নেচেছেন তিনি। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিটি। সূত্র: এনডিটিভি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gjuSwn
December 09, 2016 at 09:13PM
09 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top