পত্নীতলায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সোমবার সন্ধ্যায় সাপের কামড়ে শাহিনুর আলম (৩০) নামে এক সাপুড়ের মৃত্যূ হয়েছে। সে পাটিচরা ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত মফির উদ্দিনের ছেলে।
নিহত শাহিনুর এলাকার বিভিন্ন স্থান থেকে সাপ ধরে হাটে-বাজারে সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করত।
নিহতের পারিবারিক ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে শাহিনুর খবর পেয়ে পাশের গ্রাম পশ্চিম পাটিচরা গ্রামে গিয়ে গর্ত থেকে একটি গোখরো (গোমা) সাপ ধরে। বস্তায় সাপটি ভরে সে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী সাপটি দেখার জন্য তাকে বললে সে সাপটি দেখানোর জন্য বের করে। এ সময় সাপটি তাঁর হাতের নখে কামড় দেয়। এ সময় শাহিনুর স্থানীয়দের তাঁকে নিজ গ্রাম কাশিপুরে নিয়ে যেতে বলে। বাড়িতে গিয়ে সে নিজের তৈরী করা ঔষধ সেবন করে। এতে কাজ না হয়ে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে বিকেলে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যায় হাসপাতালেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত শাহিনুরের ৫বছর ও ২মাস বয়সী দুটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক , পত্নীতলা, নওগাঁ/ ০৬-১২-১৬



from Chapainawabganjnews http://ift.tt/2g6uFaX

December 06, 2016 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top