মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি নকশালবাড়িতে

নকশালবাড়ি, ২৪ ডিসেম্বরঃ শুক্রবার নকশালবাড়ির ভৈষাহাটিতে একটি দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওইদিন রাতে দোকান তথা বাড়ির মালিক বিষ্ণু ঘোষ দোকান বন্ধ করার সময় চারজন যুবক দোকানে এসে ডাল-চিনি কিনবে বলে জানায়। ঠিক সেই সময়  দুই যুবক অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে বিষ্ণুবাবুর দু-হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। বাকি দুজন দোকানে বসে থাকা মদম্মদ মুনির হাত পিছমোড়া করে বেঁধে, মুখও বেঁধে দেয়। দোকানের শাটার নামিয়ে দুজনের গলায় ভোজালি ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালানো হয়। এরপর বিষ্ণুবাবুকে বাড়ি নিয়ে গিয়ে আলমারি ভেঙে গয়না ও টাকা লুঠ করে ডাকাতরা। বিষ্ণুবাবুর মেয়ের গলাতেও ভোজালি ঠেকায় দুষ্কৃতীরা। আতঙ্কে তাঁর স্ত্রী দোতালা থেকে ঝাঁপ দিলে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। পাড়া-প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে চিত্কার শুরু করেন এবং আশপাশ থেকে ছুটে আসেন অনেকে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা তাড়াহুড়োতে একটি বাইক ফেলেই পালিয়ে যায়। জনবহুল এলাকার রাস্তার পাশে এহেন ডাকাতির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নকশালবাড়ি থানার ওসি তপন পাল এই প্রসঙ্গে বলেন, কয়েকটি সূত্র পুলিশের হাতে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2i4IrgY

December 25, 2016 at 02:00PM
25 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top