চলে গেলেন ভারতের জাতীয় প্রতীকের রূপকার দীনানাথ ভার্গভ

ভোপাল, ২৫ ডিসেম্বরঃ জাতীয় প্রতীক তথা অশোকস্তম্ভের রূপকার দীনানাথ ভার্গভ চলে গেলেন আজ। বার্ধক্যজনিত কারণেই আজ সকালে  ৮৯ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন ইন্দোরে নিজস্ব বাসভবনে।

১ নভেম্বর ১৯২৭ সালে মধ্যপ্রদেশের বেতুল জেলায় জন্মগ্রহণ করেন। ভারতীয় সংবিধানের প্রচ্ছদ তৈরিতেও তাঁর অবদান অনস্বীকার্য। ভারতীয় সংবিধানের প্রথম কুড়ি পাতার নকশা তৈরির নেপথ্যেও ছিলেন তিনি।  বিশ্বভরতীর কলাভবনের বিখ্যাত চিত্রকার নন্দলাল বসুর নেতৃত্বে যে ৭ জনের দল সংবিধানের প্রচ্ছদ তৈরিতে নিযুক্ত হয়েছিলেন তার মধ্যে ভার্গভও ছিলেন নন্দলাল বসুর পছন্দ। তিনি সেইসময় মাত্র কুড়ি বছর বয়সে বিশ্বভারতীয় কলাভবনের ডিপ্লোমা কোর্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পরিবার সূত্র থেকে।

তাঁর সারাজীবনের শিল্পকর্মকে কখনও বাজারে বিকোতে দেননি তিনি। দীনানাথ ভার্গভের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। সোমবার সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।



from Uttarbanga Sambad http://ift.tt/2i59319

December 25, 2016 at 06:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top