কলকাতা, ১৪ ডিসেম্বর- এখনও তিনি কাগজে কলমে কংগ্রেসের বিধায়ক। অথচ তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার পরে বিধানসভায় কোথায় বসবেন ঠিক না হওয়ায়, অস্বস্তি এড়াতে তিনি ছুটিও নিয়ে নিয়েছেন। কিন্তু এর মধ্যেই মানস ভুঁইয়ার কপালে একের পর এক পুরস্কার জুটে চলেছে। যেদিন থেকে মানসের সঙ্গে কংগ্রেসের মূল গোলমালের সূত্রপাত সেদিন তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে গিয়েছিলেন। তার পরেই তিনি কংগ্রেসের আপত্তি সত্বেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। সেদিনই সবং-এর তৃণমূল কর্মী জয়দেব জানার খুনের ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। তৃণমূলে যোগ দিয়ে গ্রেফতারের ফাঁড়া কাটান মানস। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাঁর নাম চার্জশিট থেকে বাদ দেয়। এর পরে মঙ্গলবার আরও বড় পুরস্কার এল তৃণমূল নেত্রীর হাত থেকে। দলের পক্ষ থেকে তাঁকে জাতীয় মুখপাত্রদের দলে নেওয়া হল। ডেরেক ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্রের সঙ্গে যুক্ত হল মানস ভুঁইয়ার নাম। নতুন করে সৌগত রায়, দিনেশ ত্রিবেদীকে জাতীয় মুখপাত্র হিসেবে নিয়োগ করা হল। নির্বেদ রায়কেও এই দলে রাখা হল। কংগ্রেস বিধায়ক হয়েও এবার জাতীয় স্তরে তৃণমূলের বক্তব্য তুলে ধরবেন মানস।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hDxzJE
December 14, 2016 at 06:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top