তিতাসে গাছ বিক্রি না করায় সংখ্যালঘুকে হত্যা

তিতাস প্রতিনিধি ● তিতাসে আমগাছ বিক্রি না করায় দ্বীলিপ সাহা (৬৫) নামের এক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি-জাহাপুর ব্রীজ সংলগ্ন উত্তরপাড়ায়। সে ওই গ্রামের স্বর্গিয় লাল মন সাহার ছেলে। খবর পেয়ে তিতাস থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খানেবাড়ি উত্তর পাড়ার স্বর্গিয় লাল মন সাহার ছেলে দ্বীলিপ সাহা প্রতিবেশি কয়েকজন কাঠুরের নিকট একটি আমগাছ বিক্রির দরদাম করে। ওদের সাথে দরে না বনায় কলাকান্দি গ্রামের কতিপয় ব্যক্তির নিকট ৫শ’ টাকা বেশি পেয়ে দ্বীলিপ ওই আম গাছটি বিক্রি করে দেয়। এরই জেরে শনিবার দ্বীলিপের সাথে খানেবাড়ির ওই গাছ ক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দ্বীলিপ মাটিতে লুটিয়ে পরে সজ্ঞা হারায়। পরে তার স্ত্রীসহ প্রতিবেশিরা এসে স্থানীয় চিকিৎসকের সরনাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী শিখা রাণী সাহা জানায়, দক্ষিণ খানে বাড়ির ৩/৪ জন আমার স্বামীরে ধাক্কাইয়া কিলাইয়া মাইরা ফালাইসে। হেগো কাছে ৫হাজার টাকায় আমগাছ না বেচায়, তারা আমার স্বামীরে মাইরা ফালাইছে। কারা মারছে? এমন প্রশ্নের জবাবে, চারিদিকে তাকিয়ে নাম বলতে আমতা আমতা করতে থাকে। তখন চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেছে। অজানা আতঙ্কে হত্যায় জড়িতদের নাম না বলেেলও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ঠিকই প্রকাশ করেন, ওই গাছ ক্রেতাদের নাম। যাদের ধাক্কায় প্রাণ হারায় এক সন্তানের জনক সংখ্যালঘু দ্বীলিপ সাহা। তবে নাম প্রকাশে কিছু প্রতিবন্ধকতা থাকায় প্রকাশ করা হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, সংখ্যালঘু পরিবারটি উচ্ছেদের জন্য দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটা জুয়ারী মহল নানাহ পায়তারা চালিয়ে আসছে। দ্বীলিপ সাহা সহজ সরল ব্যক্তি ছিলো বলেও তারা জানান।

স্থানীয় একটা প্রভাবশালী মহল নিহতের পরিবারকে এদিকে এই ঘটনা ধামাচাপা দিতে নিহতের পরিবারকে চাপ দিচ্ছে বলেও একটা সূত্র নিশ্চিত করেছে।

তবে তিতাস থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম পিপিএম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর বিষয়টি। এখনো পর্যন্ত কারো নাম জানা যায়নি। আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।

The post তিতাসে গাছ বিক্রি না করায় সংখ্যালঘুকে হত্যা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gMFSPw

December 03, 2016 at 10:01PM
03 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top