বেঙ্গল সাফারির নতুন অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার

শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ আলিপুর চিরিয়াখানা থেকে মোট ছয়টি রয়্যাল বেঙ্গল টাইগার আনার কথা বেঙ্গল সাফারিতে। আগামী মাসেই আসছে দুটো। বাকি চারটে আনা হবে পরে। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জানুয়ারিতে বাঘ দুটো ছাড়া হবে।

উল্লেখ্য, চলতি বছর প্রথম পর্যায়ের কাজ শেষে ২১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফারির উদ্বোধন করেন। শিলিগুড়ির অদূরেই বৈকুন্ঠপুর বনাঞ্চলের আদাবাড়ি বিটের ২৯৭ হেক্টর জমির ওপর প্রায় ২৫০ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই মুক্ত চিরিয়াখানা। উদ্বোধনের সময় কিছু হরিণ ও বিদেশি পাখি আনা হলেও বছর ঘুরে গেলেও কোনো নতুন প্রানী না আসায় রীতিমতো হতাশ দর্শনার্থী।

বিষয়টি উপলব্ধি করেই এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে দ্রুত আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2gPcR4F

December 18, 2016 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top