বরুড়ায় অগ্নিকান্ডে মালামাল সহ চারটি দোকান পুড়ে ছাই

বিএম মহসিন ● বরুড়ায় অগ্নিকান্ডে মালামাল সহ চারটি দোকান পুড়ে ছাই এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শনিবার  রাত ১০.১০ মিনিটের  দিকে উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি পদুয়ার বাজারের ইয়াকুবের লাকী ষ্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বরুড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। বরুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই ৪টি দোকান পুরে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে ডিলার মো. জাহাঙ্গীর আলমের এস.এস এন্টার প্রাইজ (কীট নাশক দোকান) এর প্রায় ২০ লক্ষ টাকা, মো.ইয়াকুবের লাকী ষ্টোর (মুদি দোকান) এর ১৪ লক্ষ টাকা, খোরশেদ আলমের কসমেটিক্স এন্ড পাসপুড এর ৪ লক্ষ টাকা, আনোয়ারের গোদাম ঘরের ২ লক্ষ টাকার মালামাল সহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

The post বরুড়ায় অগ্নিকান্ডে মালামাল সহ চারটি দোকান পুড়ে ছাই appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gsyPPz

December 11, 2016 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top