মুম্বাই, ২১ ডিসেম্বর- হৃদয়ের সম্পর্কটা আর নেই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। দুজনেই হয়তো নতুন মানুষের সন্ধানে। তবে নতুন ছবি জাগ্গা জাসুস-এর একঝলক আবারো আলোচনায় নিয়ে এলো এই জুটিকে। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ট্রেলারটি প্রকাশ হয়েছে ডিজনির ইউটিউব চ্যানেলে। সেখানে আভাস মিলেছে রোমাঞ্চকর এক গল্পের। থাকবে হাস্যরসের সংলাপও। অনুরাগ বসু পরিচালিত ছবিটিতে রোমাঞ্চকর এক যাত্রায় শামিল হতে দেখা যাবে রণবীর-ক্যাটকে। আছে উটপাখি, চিতাবাঘ ও জেব্রাসহ একগাদা পশু। ময়লা সড়কে গাড়ি নিয়ে ধাওয়া, প্যারাস্যুট, উড়োজাহাজ এবং বিস্ফোরণসহ অ্যাকশন দৃশ্যও রয়েছে ছবিটিতে। আর ছবিটির বিশেষ একটি দিক হলো এটি দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন রণবীর কাপুর। ছবিতে দেখা যাবে দার্জিলিং, মরক্কো ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মনোরম সব লোকেশন। জাগ্গা জাসুস মুক্তি পাবে ২০১৭ সালের ৭ এপ্রিল। ছবিটি নতুন বছরের সেরা ছবিগুলোর তালিকায় থাকবে বলে প্রত্যাশা বলিউডবোদ্ধাদের। দেখুন ছবিটির ট্রেলার : আর/১৭:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i9R2BL
December 21, 2016 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top