কলকাতা, ১৯ ডিসেম্বর- রাজভবনের সামনে সাংবাদিক বৈঠকে অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায়। আর তা নিয়েই জল্পনা রাজ্য বিজেপির অন্দরে। রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে শুক্রবার দলীয় নেতৃত্বের সঙ্গে রাজভবনে গিয়েছিলেন লকেট। কিন্তু বেরনোর সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্য নেতারা সাংবাদিক বৈঠক করলেও দেখা মেলেনি লকেটের। দলের অন্দরে জল্পনা, রাজ্য বিজেপির সম্পাদক লকেট প্রচারের যাবতীয় আলো কেড়ে নিচ্ছেন। যা কয়েকজন নেত্রীর অপছন্দ। সম্ভবত সে কারণেই গরহাজির লকেট। লকেটের নিজের অবশ্য দাবি, একটি সিনেমার প্রোমোশনের জন্য রাজ্য সভাপতির অনুমতি নিয়েই বেরিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন লকেট। প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছিলেন তিনি। আর তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আবার জলবাতাস পেয়েছে। এ ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে কয়েকজন নেত্রীর ভূমিকা। দলের এক নেতার কথায়, জোর করে কি কেউ প্রচারের আলোয় আসতে পারেন? যদিও অন্য এক নেতার কথায়, যাঁরা দীর্ঘদিন দলের জন্য ঘাম ঝরালেন, তাঁদের বাদ রেখে ২০ মাসে দলের মুখ হয়ে ওঠা কি ঠিক?
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i550AO
December 19, 2016 at 03:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন