সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন ৮ জন প্রার্থী। গত ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডের ৮ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের ১’শ ৪ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন । উপজেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে কালো টাকার ছড়াছড়িও শুরু হয়েছে বলে অভিযোগও রয়েছে। এ নির্বাচনে দুইজন সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহন করছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীদের পোস্টারে উপজেলা শহর এবং বিশেষ করে ইউনিয়ন পরিষদের আশপাশ এলাকা একাকার হয়ে গেছে। জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরাও পুরোধমে প্রচারনা চালাচ্ছেন।
জেলা পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ড বিশ্বনাথ উপজেলার লামাকাজি, খাজাঞ্চি, বিশ্বনাথ, অলংকারি, দৌলতপুর, দেওকলস, রামপাশা, দশঘর ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিদ্বতা করছেন- বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন (তালা প্রতিক), সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক (হাতি প্রতিক), বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি প্রতিক), আওযামী লীগ নেতা কিনু মিয়া (অটোরিকশা প্রতিক), জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল (টিউবওয়েল প্রতিক), জাতয়ি পার্টি নেতা সহল-আল রাজি চৌধুরী (বৈদ্যতিক পাখা প্রতিক), বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম (টিফিন ক্যারিয়ার প্রতিক), রামাপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল কাহার (ক্রিকেট ব্যাট প্রতিক)।
জেলা পরিষদের নির্বাচনে এ ওয়ার্ডে আ.লীগ ও বিএনপি সমর্থিত প্রায় অর্ধশতাধিক উপরে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। তাদের ভোট যে প্রার্থী বেশি পাবেন সদস্য পদে তিনি নির্বাচিত হবেন ধারন করছেন এলাকাবাসী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hWHK9a
December 22, 2016 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন