দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল বৈজালকে আজ দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্র। ১৯৬৯ সালের এই আইএএস অটলবিহারী বাজপেয়ীর জমানায় স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানির ডানহাত হিসেবে আমলা মহলে চিহ্নিত ছিলেন বৈজাল। তাঁকে লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগপত্রে সই করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০০৬ সালে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সচিব পদে অবসর নেন বৈজাল। পূর্বতন মনমোহন সিং সরকারের ৬০ হাজার কোটি টাকার জেএনএনইউআরএম প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন ৭০ বছরের এই আমলা। অন্যদিকে, আজ দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। গত বৃহস্পতিবার তিনি ওই পদে ইস্তফা দেন। কেন্দ্রীয় সরকারের চাপেই তিনি পদত্যাগ করেছেন বলে যে জল্পনা দানা বেধেঁছে তা খারিজ করে জং জানিয়েছেন, প্রশাসক হিসেবে তাঁর ৩৫ বছরের কেরিয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন তা আর কারও কাছ থেকে তিনি পাননি।



from Uttarbanga Sambad http://ift.tt/2iaTSFS

December 29, 2016 at 05:08PM
29 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top