ঢাকা, ৩১ ডিসেম্বর- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটের মাধ্যমে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর সমিতিকে নেতৃত্ব দেবেন তারা। নির্বাচনে গুলজার-খোকন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের সঙ্গে লড়েছেন আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু এবং সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব পরিষদ। সমিতির সামনের সারির পদগুলোতে গুলজার-খোকন পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, অর্থ সম্পাদক আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ সালাহউদ্দিন। তবে গুলজার-খোকন পরিষদের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী পল্লী মালেক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রকিবুল আলম রকিব হেরে গেছেন। এ প্যানেল থেকে নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- আবদুস সামাদ খোকন ও কবীরুল ইসলাম রানা। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও আছেন গাজী মাহবুব, নূর মোহাম্মদ মণি, আহম্মেদ আলী মন্ডল ও নাজমুল হুদা মিঠু (সোহান-রায়হান পরিষদ), রওশন আরা নীপা (আমজাদ-রাজু পরিষদ)। সভাপতি, মহাসচিবসহ ১৭টি পদে তিনটি প্যানেল থেকে ৫১ জন ও কার্যনির্বাহী সদস্যপদে চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র থেকে কার্যনির্বাহী সদস্য হয়েছেন কাজী আলমগীর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) পরিচালক সমিতি কার্যালয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবার ভোটার ছিলেন ৩৬৮ জন। নির্বাচন কমিশনে ছিলেন চেয়ারম্যান হারুন-উর-রশিদ এবং আ. স. ম. শফিকুর রহমান ও বিএইচ নিশান।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hBFeql
December 31, 2016 at 02:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন