এবার মোদির পথেই পা বাড়াচ্ছে পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২০ ডিসেম্বরঃ ভারতের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। দূর্নীতি রুখতে বেশিরভাগ দেশই চাইছে এই পথে চলতে। কিছুদিন আগে ভেনিজুয়েলাও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু জনরোষের মুখে পড়ে তা বাতিল করতে বাধ্য হয়। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এবার নামোর দেখানো পথেই হাঁটতে চলেছে পাকিস্তান। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে পাশ হয়ে গিয়েছে ৫০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব।

জাল নোট ও দূর্নীতি মোকাবিলায় পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধী পাকিস্তান পিপলস পার্টির সেনেটর উসমান সইফুল্লাহ ৫০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব পেশ করে। এর বিরোধীতা করে শাসকদল পাকিস্তান মুসলিম লিগ সেনেটরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়বে। কারণ প্রতিবেশী রাজ্যে বেশিরভাগই ৫০০০ টাকার নোট লেনদেন হয় এবং তা বন্ধ হলে ব্যাপক প্রভাব পড়বে অর্থনীতির ওপর। কিন্তু বিরোধীতা সত্ত্বেও নোট বাতিলের প্রস্তাব সংখ্যীগরিষ্ঠের সমর্থনে পাশ হয়ে যায়।

 

 



from Uttarbanga Sambad http://ift.tt/2hEvITY

December 20, 2016 at 11:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top