নয়াদিল্লী, ১৪ ডিসেম্বর- চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত বিশ্ব ডাবলস র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। কিন্তু তা নিয়ে মোটেও উল্লসিত নন সানিয়া মির্জা। ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা বলেছেন, চিরকালের জন্য কেউ এক নম্বর জায়গা ধরে রাখতে পারে না। তাই আমি সেই বিষয় নিয়ে খুব একটা ভাবিত নই। ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারছি কি না, সেটাই আমার কাছে প্রধান চ্যালেঞ্জ। ডাবলসে ফের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া। কিন্তু নতুন বছরে তাঁদের বড় চ্যালেঞ্জার হিসাবে উঠে আসছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা ল্যাডেনোভিচ জুটি। কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নন সানিয়া। তিনি বলেছেন, যে কেউ এক নম্বর হতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে, আমি ঘুরে দাঁড়াতে পারব না। এই সত্যটা মেনে নিয়েই আমি প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করি। সানিয়া জানিয়েছেন, কঠোর পরিশ্রমই তাঁর সাফল্যের একমাত্র রহস্য। বলেছেন, যখন এক নম্বর ছিলাম না, তখনও কঠোর পরিশ্রম করে গিয়েছি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gzdDTi
December 14, 2016 at 06:25PM
14 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top