টানা অষ্টম জয় বিজেন্দরের

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বরঃ পেশাদার বক্সিংয়ে বিজেন্দর সিংয়ের স্বপ্নের দৌড় বজায় রইল। তানজানিয়ার বক্সার ফ্রান্সিস চেকাকে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিলেন তিনি। ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ও প্রাক্তন বিশ্বসেরা তানজানিয়ার বক্সারকে মাত্র ৩ রাউন্ডে টেকনিকাল নকআউট করে দিলেন ভারতীয় বক্সার। সেইসঙ্গে এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নের খেতাবও ধরে রাখলেন তিনি। শুরুতে চেকার বেশ কিছু পাঞ্চে অস্বস্তিতে পড়ে যান বিজেন্দর। দ্বিতীয় রাউন্ড থেকে অবশ্য নিজের ছন্দ খুঁজে পান তিনি। এরপর তৃতীয় রাউন্ডে চেকার নাকের নীচে তাঁর জোরালো লেফট জ্যাব লড়াইয়ের ফয়সালা করে দেয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2hcrobE

December 17, 2016 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top