মুম্বাই, ২৩ ডিসেম্বর- বছরের শুরু থেকেই বলিউডে চলছে বিচ্ছেদের মৌসুম। পুরনো বছর গিয়ে নতুন বছর আসতে বাকি আর মাত্র কয়েকদিন। শেষের দিকেও এই সম্পর্কে বিচ্ছেদ ও ভাঙনের ধারা বহাল থাকলো। এবার বিচ্ছেদ হতে চলল তামিল সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্যর। শুক্রবার বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা করেন সৌন্দর্য নিজেই। শিল্পপতি অশ্বিন রামকুমারকে বিয়ে করেছিলেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। বহুদিন ধরে ঝামেলার পর শেষমেশ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রজনী কন্যা। শুক্রবার আদালতে বিচ্ছেদের আবেদন করলেন সৌন্দর্য। আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটাটে লিখলেন, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া খবর একেবারেই সত্যি। আমি প্রায় এক বছর স্বামীর কাছ থেকে আলাদা ছিলাম। এবার আদালতে চূড়ান্ত আবেদন করলাম। আমার সিদ্ধান্তকে সম্মান করুন ও ব্যাপারটাকে ব্যক্তিগত থাকতে দিন। প্রসঙ্গত, সৌন্দর্যের বিয়ে হয় ২০১০ সালের ৩ নভেম্বর শিল্পপতি অশ্বিন রামকুমারের সঙ্গে। তাঁর দুজনের একটি পুত্রসন্তানও রয়েছে। ২০১৫ সালের ৬ মে, তাদের ছেলের জন্ম হয়। ওদিকে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে রজনীকান্ত এখনও কোন মন্তব্য করেন নি। সূত্র- এনডিটিভি আর/১০:১৪/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ikJdt5
December 24, 2016 at 04:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top