বর্ষবরণে রেস্তেরায় নতুন মেনু ও ফ্রি ওয়াইফাই

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ একদিকে ১ জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিবস, অপরদিকে, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি শহর জলপাইগুড়ি। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো শহরকে। সেইসঙ্গে শহরের রেস্তেরাঁর মেনুকার্ডে আনা হয়েছে নতুন আইটেম এবং রেস্তেরায় বসে হোয়াটস্ অ্যাপ বা ফেসবুকের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য থাকছে ফ্রি ওয়াইফাই পরিসেবা। বর্ষবরণে নতুন মেনুর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিভিন্ন রেস্তেরাঁ। তাদের মেনুকার্ডে যুক্ত হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার স্পেশাল আইটেম।’

শহরের বিভিন্ন হোটেল, রেস্তেরাঁ, রিসর্টগুলোর ওপর নজরদারি রাখা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। বর্ষবরণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাতভর বাড়তি পুলিশ মোতায়েন থাকছে শহরের বিভিন্ন রাস্তায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2iPcvME

December 31, 2016 at 05:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top