নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ সেনা মহড়ার প্রস্তাব দিয়েছে নেপাল। ভরত ও চিনের সঙ্গে ভারসাম্যের নীতি নিয়ে চলছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। দিল্লির সঙ্গে সম্পর্কে মসৃণতা রেখেও বেজিংয়ের সঙ্গে যৌথ সেনা মহড়া চালাতে চান দাহাল। সূত্রের খবর, ২০১৭-র প্রথম দিকেই যৌথ মহড়ার যে প্রস্তাব কাঠমান্ডু রেখেছে তাতে উদ্বেগ বাড়ছে মোদি সরকারের। তবে এই আশঙ্কায় জল ঢেলে ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায় জানিয়েছেন, যৌথ সেনা মহড়ার মূলে রয়েছে জঙ্গি মোকাবিলার বিষয়টি। ভারতও গত এক দশক যৌথ বার্ষিক সেনা মহড়া চালিয়েছে নেপালের সঙ্গে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iD6qa4
December 28, 2016 at 02:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন