ইসলামাবাদ, ২৭ ডিসেম্বর- পাকিস্তান জাতীয় দলে এখন যারা খেলছেন, তাদের সবাই মুসলিম। অমুসলিম হিসেবে পাকিস্তানের সবশেষ ক্রিকেটার হিসেবে খেলেছেন দানিশ কানেরিয়া। তিনি ছিলেন হিন্দু ধর্মালম্বী। এবার প্রথম শিখ ক্রিকেটার হিসেবে পাকিস্তান জাতীয় দলে খেলার অপেক্ষায় মহিন্দর পাল সিং। সুযোগ পেলে মহিন্দর হবেন পাকিস্তান জাতীয় দলের অষ্টম অমুসলিম ক্রিকেটার। খুব সম্ভাবনা আছে এই পেসারের। ইতোমধ্যে একটি ট্যালেন্ট শোয়ের মাধ্যমে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় প্রথমেই তিনি আছেন মহিন্দর। পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ায় রোমাঞ্চিত ২১ বছর বয়সী মহিন্দর। এক ভিডিও বার্তায় তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট একাডেমিতে সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি সারা দেশের শিখ সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি। কোচ ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে ধন্যবাদ। মহিন্দর চান, ভারতের বিপক্ষেই পাকিস্তান জাতীয় দলের হয়ে তার অভিষেক হবে। তিন কিংবদন্তী শোয়েব আখতার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে আইডল মানেন এই শিখ ফাস্ট বোলার। আর/১০:১৪/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2inH1hg
December 28, 2016 at 05:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top