লাইনচ্যুত ডাউন শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেস

কানপুর, ২৮ জানুয়ারিঃ বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন ১২৯৮৭ শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়। উত্তরপ্রদেশের কানপুর শহর থেকে ৭০ কিলেমিটার দূরে রুরা স্টেশনের কাছে দূর্ঘটনাটি ঘটে। মোট ১৩ টি স্লিপার এবং ২ টি সাধারণ কামরা এদিন লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, এই দূর্ঘটনায় ২ জন মৃত এবং আহত হয়েছেন অন্তত ৬৫ জন যাত্রী। আপাতত ব্যাহত রয়েছে শিয়ালদা শাখার ট্রেন চলাচল। রেল ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। অন্যান্য যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। সম্পূর্ণ বিষয়টি তদারকি করছেন খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু।

যদিও দূর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশাকেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। কিন্তু দূর্ঘটনার কারণ জানতে পুরো ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রভু।

উল্লখ্য, গত ২০ নভেম্বর আরেকটি মর্মান্তিক রেল দূর্ঘটনার সাক্ষী ছিল কানপুর। ইন্দোর থেকে পাটনাগামী ১৯৩২১ রাজেন্দ্রনগর এক্সপ্রেস পুখরার কাছে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। আহত ১৫০ এরও বেশি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুরনো স্মৃতি উস্কে দিল আরেকটি দূর্ঘটনা।



from Uttarbanga Sambad http://ift.tt/2iCJcRg

December 28, 2016 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top