ঢাকা, ১৪ ডিসেম্বর- মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েটের সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। আগের সিরিজে সিদ্দিকুর রহমানের চাচা জাহিদ হাসান থাকলেও এবার সিদ্দিকের মামা হবেন চঞ্চল চৌধুরী। মামা-ভাগ্নের মজার সব কাণ্ড মাতিয়ে রাখবেন দর্শকদের। আর অভিনেত্রী তিশার স্থলাভিষিক্ত হয়ে আসছেন ফারহানা মিলি। পোস্ট গ্র্যাজুয়েট পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং রচনায় মুহাম্মদ মোস্তফা কামাল ও আসাদ জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাজু খাদেম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, আরফান, সিদ্দিকুর রহমান, আজমেরী আশা, তাসনুভা তিশা, শাহনাজ খুশি, শামীমা নাজনীন, কামাল হোসেন বাবর, জয়রাজ, নবী, রাজু প্রমুখ। ২০১০ সালে গ্র্যাজুয়েট নাটকটি প্রচারে ছিল এনটিভিতে। বছরজুড়ে সেসময় নাটকটি ছিল তুমুল আলোচিত। এবার পোস্ট গ্র্যাজুয়েটও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বাস দিয়েছেন নয় ছয় নির্মাতা। তিনি বলছেন, এবার আরো নতুন পরিকল্পনা নিয়ে নির্মাণে নেমেছি। ভরপুর কমেডি আর গল্পে টানটান উত্তেজনা থাকবে, সেইসঙ্গে বাড়তি কিছু চমক। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। আর/১০:১৪/১৪ ডিসেম্ব



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hO4YNM
December 15, 2016 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top