মুম্বাই, ২৬ ডিসেম্বর- দিন কয়েক হল শীতের ছুটি কাটাতে ভারতে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া। নিউইয়র্কে কোয়ান্টিকোর শুটিংয়ে ইদানিং ব্যস্ত। ফলে বলিউডে তাঁকে দেখাই যায় না। কিন্তু দেশে এসেই বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন তিনি। কফি উইথ কর্ণ-তে এসে স্পষ্ট জানালেন তাঁর নিউ ইয়র্কের অভিজ্ঞতার কথা। হলিউড মাত করলেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকেও। প্রিয়ঙ্কার সঙ্গে ঠিক কী ঘটেছিল? না! কাজের জায়গায় নয়। বরং বিমানবন্দরে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। ঘটনার সময় বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের সঙ্গেই বসেছিলেন তিনি। তখনই অনেকে তাঁকে অপমান করেন। একজন গ্রাউন্ড স্টাফও তাঁকে নাজেহাল করেছিলেন। শেষে তাঁকে প্রমাণ দিতে হয়েছিল, যে তিনি সত্যিই প্রথম শ্রেণির যাত্রী। এর পর অবশ্য নিজের ভুল বুঝতে পেরে বিমানবন্দরের ওই কর্মী ক্ষমা চাইতে বাধ্য হন। প্রিয়ঙ্কার কথায়, দেশ ছেড়ে একা বিদেশে থাকা সবসময়ই কঠিন। আমার পরিবার বা বন্ধুরা এখানে থাকে না। যদিও আমার কাস্ট সদস্যেরা সবসময়ই আমাকে ভাল রাখার চেষ্টা করে। ছুটিতে আমরা দিওয়ালিও পালন করেছি। এত কিছুর পরেও বর্ণবিদ্বেষের শিকার হওয়ার মতো ঘটনা সবসময়ই দুঃখ দেয় বলে জানিয়েছেন তিনি। আর/১৭:১৪/২৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i7nli4
December 26, 2016 at 11:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন