লন্ডন, ২৫ ডিসেম্বর- মার্কিন পপ তারকা কেটি পেরি নিজেকে শুধু গানের জগতে সীমাবদ্ধ রাখেননি, তিনি দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূতের হয়েও কাজ করছেন। এবার বড়দিন উপলক্ষ্যে সান্তাক্লজের সাজে শিশুদের মুখে হাসি ফোটালেন তিনি। তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসবে মার্কিন মুলুকের চিলড্রেনস হসপিটাল অব লস অ্যাঞ্জেলেসে অসুস্থ বেশকিছু শিশুর সঙ্গে সময় কাটালেন সঙ্গীতশিল্পী। তার সঙ্গে ছিলেন তার প্রেমিক অভিনেতা অরলান্ডো ব্লুম। শিশুদেরকে নিয়ে বড়দিনের গান গেয়ে আনন্দ উদযাপন করেছেন ৩২ বছর বয়সী এই তারকা ও তার প্রেমিক অরলান্ডো ব্লুম। দিয়েছেন উপহারও। হাসপাতালের মুখপাত্র জানান, পরিবারের মতো গান গেয়ে, উপহার দিয়ে ও ছবি তুলে শিশুদেরকে আনন্দ দিয়েছেন কেটি পেরি ও অরলান্ডো ব্লুম। এ ছাড়া মারাত্মক অসুস্থতার মধ্যে দিন কাটানো কয়েকজন রোগীদের ঘুরে দেখেছেন তারা। এর মধ্যে ছিল কেটির এক অন্ধভক্ত। তাকে চমকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে কেটি পেরি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সম্প্রতি তার ভ্রমণ কনসার্ট থেকে আয় করা এক মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফের জন্য দান করেন। এ কারণে কেটি পেরি কদিন আগে অর্জন করলেন অড্রে হেপবার্ন পুরস্কার। ইউনিসেফের একটি অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন। এ সময় হিলারি বলেন, আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, সেগুলোর ব্যাপারে কেটি খুবই সিরিয়াস আর মানুষকে তিনি এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ho8YJ4
December 25, 2016 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top