ফেলে যাওয়া ফসলের ক্ষেত, জনশূন্য আগুনে পোড়া গ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যই এখন চোখে পড়ে।
গত দু মাস সাংবাদিক অথবা সাহায্য সংস্থার কর্মীদের ঐ অঞ্চলে যাওয়া নিষিদ্ধ।
তবে বিবিসি একজন বার্মিজ নাগরিককে ক্যামেরা দিয়ে সেখানে পাঠিয়েছিল। তিনিই গোপনে ছবিগুলো তুলেছেন। দেখা পেয়েছিলেন অল্প যে কজন রোহিঙ্গা মহিলার তাদের সাথে কথা বলেছেন তিনি।
মিয়ানমারে বিবিসি’র সংবাদদাতা জনা ফিশারের পাঠানো ভিডিও রিপোর্ট, শাকিল আনোয়ারের পরিবেশনায়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gaZlwz
December 07, 2016 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.