আবারও খুলনার ত্রাতা মাহমুদউল্লাহ

1ক্রীড়া প্রতিবেদক :: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রোববার খুলনা টাইটান্সের ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। হারলেই বিদায়। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিলেন তারা। আর দলটি তাকিয়ে ছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। অধিনায়ক কোন ক্যারিশমা দেখালেই জয় পাবেন শক্তিশালী ঢাকার বিপক্ষে। আর হলোও তাই। দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে দলকে এনে দিলেন দারুণ এক জয়। আগের দিনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন মাহমুদউল্লাহ। এদিন নিজেকে আরও এগিয়ে নিয়ে গেলেন তিনি। তুলে নিলে এবারের আসরের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। আর এ আসরেই বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার পথে এক পা দিয়ে রাখলেন তিনি। মাত্র ১১রান বেশি নিয়ে তার উপরে রয়েছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহীম। এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এমনকি বল হাতেও দলকে এনে দিয়েছেন জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন ঢাকার বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে খুলনা। লক্ষ্য আহামরি বড় না হলেও খুলনার জন্য ছিল পাহাড়সম। কারণ এর আগের ১১ ম্যাচে তাদের সর্বোচ্চ দলীয় রান ছিল ১৫৭। তবে মাহমুদউল্লাহর ব্যাটে লক্ষ্য খুব সহজেই তাড়া করে ম্যাচ জিতে নেয় খুলনা। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। হাফসেঞ্চুরি স্পর্শ করেছিলেন ২৭ বলে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fZIO9H

December 04, 2016 at 10:02PM
04 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top