উন্নত দে‌শের নাগ‌রিকরা বাংলা‌দে‌শের নাগ‌রিকত্ব চাইবে —রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আগামীতে ফের ক্ষমতায় এলে বি‌শ্বের উন্নত দে‌শের নাগ‌রিকরা বাংলা‌দে‌শের নাগ‌রিকত্ব প্রত্যাশা করবে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন রেলপথ মন্ত্রী মু‌জিবুল হক।

‌বৃহস্প‌তিবার সকা‌লে কমলাপুর রেলস্টেশ‌নে ঢাকা-‌দিনাজপুর রু‌টে ব্রড‌গেজ ট্রে‌নের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে এ মন্তব্য ক‌রেন মন্ত্রী।

এসময় উপ‌স্থিত ছি‌লেন রেলও‌য়ের মহাপ‌রিচালক আমজাদ হো‌সেন, রেলপথ মন্ত্রণাল‌য়ের যুগ্ম স‌চিব ফি‌রোজ সালাউ‌দ্দিন, রেলপথ মন্ত্রণাল সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

‌রেলপথ মন্ত্রী মু‌জিবুল হক ব‌লেন, প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে রেলপথসহ সব খা‌তে যেভা‌বে উন্নয়ন হ‌চ্ছে তা‌তে আগা‌মীতে ফের ক্ষমতায় এ‌লে অন্য দেশের নাগ‌রিকরাও বাংলা‌দে‌শের নাগ‌রিকত্ব চাই‌বে।

‌রেলপথ মন্ত্রণাল‌য়ের উন্নয়ন প‌রিকল্পনা তু‌লে ধ‌রে মন্ত্রী ব‌লেন, নতুন আরও ১০০টি কোচ আস‌ছে। এছাড়া ৭০টি নতুন ই‌ঞ্জিন আনা হ‌চ্ছে। এসব রেলবহ‌রে যুক্ত হ‌লে আর ই‌ঞ্জিন সংকট থাক‌বে না, কোচ সংকট থাক‌বে না।

‌তি‌নি ব‌লেন, ঢাকার যানজট নিরস‌নে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌ছে। আমরা নারায়ণগ‌ঞ্জে ডেমু ট্রেন চালু ক‌রে‌ছি। ঢাকা শহ‌রে সার্কুলার ট্রেন চালুর প‌রিকল্পনা করা হ‌চ্ছে। রেলপথ মন্ত্রণাল‌য়ে ৪৪টি নতুন প্রকল্প হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হ‌লে যুগান্তকারী উন্নয়ন দেখ‌তে পা‌বেন।

‌তি‌নি আরও ব‌লেন, দে‌শের প্র‌তি‌টি জায়গায়, যেখা‌নে যেখা‌নে ট্রেন আ‌ছে সেখানে নতুন নতুন কোচ ও ই‌ঞ্জিন দেওয়া হ‌বে। আমা‌দের একটাই লক্ষ্য, যাত্রী সেবা নি‌শ্চিত করা।

এরপর মন্ত্রী ফ্ল্যাগ উ‌ড়ি‌য়ে নতুন কোচযুক্ত একতা এক্স‌প্রেস ট্রে‌নের উ‌দ্বোধন ক‌রেন।

The post উন্নত দে‌শের নাগ‌রিকরা বাংলা‌দে‌শের নাগ‌রিকত্ব চাইবে —রেলপথ মন্ত্রী appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gDW6Jp

December 15, 2016 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top