শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ শিলিগুড়ি মহকুমা তথা সমগ্র দার্জিলিং জেলায় ছাত্রছাত্রীদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমান লাইব্রেরী চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়িতে এসে একথা জানালেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। এদিন তিনি দার্জিলিং-এর জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘মহকুমায় বর্তমানে ২৯ টি গ্রন্থাগারে প্রায় ২ লক্ষ ১০ হাজার বই রয়েছে। কিন্তু পাঠক সংখ্যা গড়ে ১০ থেকে ১৫। তাই পাঠক সংখ্যা বাড়াতে নটুন এই উদ্যোগ। এছাড়া মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’ তাপসবাবু বলেন, ‘খুব ভালো উদ্যোগ। বাস্তবায়িত হসে ভালো হবে। সবরকম সাহায্য মিলবে আমাদের তরফে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2hnf0Wc
December 20, 2016 at 09:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন