মদ্যপানের প্রতিবাদে আক্রান্ত গাড়ীর মালিক

শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ বিনা অনুমতিতে অন্যের গাড়িতে ঢুকে মদ্যপান করছিল দুই ব্যক্তি। গাড়ীর মালিক গোপাল সাহা এর প্রতিবাদ করায় অভিযুক্ত দুজন মিলে তাঁকে মারধর করে এবং মাথায় আঘাত করে। বর্তমানে গোপালবাবু শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিত্সাধীন। সোমবার এই ঘটনাটি ঘটে শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়।

হাসপাতালে শুয়ে গোপালবাবু বলেন, স্বপন বিশ্বাস ও মুন্না দে গাড়ীর লক ভেঙে ভেতরে বসে মদ্যপান করছিল। তাদের বাঁধা দিতেই নিজেদের তৃণমূল ছাত্রনেতা বলে পরিচয় দেয় তারা এবং হাতাহাতি শুরু করে দেয়। এদেরই একজন গোপালবাবুর মাথায় লোহার রড দিয়ে মারলে তিনি সংজ্ঞা হারান। পরে স্থানীয়রা তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করান। গোপালবাবু জানান, গতকাল ওই দুজন দুষ্কৃতির বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু আক্রান্ত যুবকের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ প্রশাসন। বরং মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে তাদের। জানা গেছে অভিযুক্ত দুজনই তৃণমূলের সক্রিয় কর্মী। কিন্তু দলের তরফে জানানো হয়েছে এবিষয়ে দলের সঙ্গে তাদের  কোনো যোগসূত্র নেই।



from Uttarbanga Sambad http://ift.tt/2i4Gbpr

December 22, 2016 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top