নোট বাতিলের পর বিএসপি-র অ্যাকাউন্টে জমা ১০৪ কোটি

লখনউ, ২৭ ডিসেম্বরঃ ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে মায়াবতীর দল বিএসপি-র অ্যাকাউন্টে জমা পড়ল বাতিল নোটে ১০৪ কোটি টাকা। তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। নড়েচড়ে বসেছে আয়কর দপ্তর।

ইডি সূত্রের খবর, দিল্লির বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও পশ্চিম দিল্লির  ইউনাইটেড ব্যাংকের করোল বাগ শাখায় বিএসপি-র যে অ্যাকাউন্ট আছে তাতেই জমা পড়েছে ১০৪ কোটি টাকা। ১০২ কোটি পুরনো ১০০০ টাকা এবং বাকি টাকা ছিল পুরনো ৫০০ টাকার নোট।

শুধু পার্টির অ্যাকাউন্টই নয়, জানা গেছে মায়াবতীর ভাই আনন্দ কুমারের ব্যাংক অ্যাকাউন্টও আছে ইউনাইটেড ব্যাংকের ওই শাখায়। তদন্তে জানা গেছে, তাঁর অ্যাকাউন্টে নভেম্বর-ডিসেম্বর মাসে জমা পড়েছে ১.৪৩ কোটি টাকা। যেখানে বাতিল নোটে জমা পড়েছে ১৮ লক্ষ ৯৮ হাজার টাকা।

ব্যাংকের কাছে ইডি এই অ্যাকাউন্টগুলির বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hjHu2j

December 27, 2016 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top