জনপ্রিয়তায় প্রধানমন্ত্রীকেও টপকে গেলেন বিরাট কোহলি

নয়াদিল্লি, ৭ ডিসেম্বরঃ সোশ্যাল মিডিয়ায় এতদিন দেশের সবথেকে জনপ্রিয় ব্যক্তি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু  চলতি বছরে টুইটার ইন্ডিয়া যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গেল, টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জনপ্রিয়তায় মোদিকে ছাপিয়ে গেছেন। টি২০-তে কোহলির পারফরম্যান্স নিয়ে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে পাশে দাঁড় করিয়ে কোহলির টুইট করা ছবি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। এই ছবি টুইট করে কোহলি বলেন, অবিরাম অনুষ্কাকে ট্রোল করার জন্য লজ্জিত হওয়া উচিত। অনুষ্কা আমার মধ্যে সবসময় ইতিবাচক মানসিকতার সঞ্চার ঘটিয়েছে। টুইটার ইন্ডিয়ার বিচারে কোহলির এই টুইটটি এ বছরের গোল্ডেন টুইট হিসেবে চিহ্নিত হয়েছে। টুইটার ব্যবহারকারীরা ক্রিকেটার বিরাট কোহলি যেভাবে বলিউড অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কোহলির ওই টুইট শুধু টুইটারেই নয়, ফেসবুকেও ভাইরাল হয়ে যায়। কোহলির টুইটের স্ক্রিনশট ফেসবুকেও পোস্ট করা হয়। টুইটারেই ১ লক্ষ ৭ হাজারেরও বেশি লাইক পড়েছে। সেরা টুইটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট জনপ্রিয়তার বিচারে দ্বিতীয় স্থান অধিকার করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2h6IgkF

December 08, 2016 at 12:43AM
08 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top