ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্ অর্গানাইজেশন (FTPO) আজ সকাল ১১টায় দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশের টিভির সামনে অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচীতে বক্তারা একুশে টিভির ২টি বিদেশি ডাবিংকৃত সিরিয়াল বন্ধ করার আহবান জানায়। একুশের চেতনায় উজ্জিবীত হয়ে চ্যানেলটির নাম রাখা হয়েছে একুশে টিভি। আজ সেই চেতনার কথা ভুলে গিয়ে তারা বিদেশি সিরিয়ালের দিকে মনোনিবেশ করেছেন।
মামুনুর রশীদ বলেন- একদিন একুশে টিভি বন্ধ হয়ে যায় তখন একুশে টিভির CEO তার হাত ধরে অশ্রু সিক্ত চোখে মিনতি করেছিল চ্যানেল যাতে বন্ধ না হয় তার জন্য সবাইকে রাস্তায়া নামার জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই একুশের টিভির সামনেই দেশীয় সংস্কৃতি রক্ষা করার জন্য শিল্পী কলাকুশুলীদের রাস্তায় নামতে হয়েছে। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন- অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, গাজী রাকায়েত, স্বাগতা, আহসান হাবীব নাসিম, এস এম মহসিন, আহসানুল হক মিনু, এস এ হক অলিক মাসুম রেজা এবং ১৫টি সংগঠনের নেতাসহ বিপুল লোকজন।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hlEqDJ
December 20, 2016 at 02:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.