ঢাকা, ৩০ ডিসেম্বর- দীর্ঘ নয় বছর পর আগামী বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড় মাসের এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মাশরাফি-সাকিবরা। বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিজেদের ওয়েবসাইটে এই পুর্নাঙ্গ সফরের সূচি প্রকাশ করেছে। সফরের শুরুতে ২১ সেপ্টেম্বর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পচেফস্ট্রমে প্রথম টেস্ট খেলবে তারা। ২০০২ সালে এই মাঠে হওয়া একমাত্র টেস্টেও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ৬-১০ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট। এখানেও একই চিত্র; সবশেষ ২০০৮ সালে এই মাঠে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর এখানে আর কোনো বড় দৈর্ঘ্যের ম্যাচ হয়নি। ১২ অক্টোবর এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে। ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। আর ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম ও ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি: আর/১০:১৪/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iKBQY6
December 30, 2016 at 03:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top