রেলের জমি দখল নিয়ে তদন্ত শুরু জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বরঃ সরকারি সংস্থার কাছ থেকে লিজ নেওয়া জমি হস্তান্তর করা যায় না, সে কথা জানা সত্বেও জলপাইগুড়ির ২ নম্বর গুমটি এলাকায় গাঙ্গুলি পরিবারের কাছ থেকে জমি নিয়েছিলেন ধরম পাশোয়ান, বাজি গুহ ও বাপ্পা মন্ডল। ধরম বাবুর নেওয়া অংশে গাঙ্গুলি পরিবারের বাড়ি ছিল। সেই জায়গাতেই তৃণমূল টাউন কংগ্রেসের অফিস হয়েছে। বাপ্পা মন্ডল অবৈধভাবে নেওয়া জমিতে কাঠগোলা করছেন। জলপাইগুড়ির নতুনপাড়ার বাসিন্দা বাজি গুহ শিল্পকারখানা করার নাম করে জমি ঘিরে রেখেছেন। সংবাদমাধ্যমে রেলের জমি বিতর্কের খবর প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। রেলের নিউ জলপাইগুড়ির সিনিয়র এরিয়া ম্যানেজার পার্থসারথি শীলের নির্দেশে রেলের জমি দখলের বিষয়ে তদন্ত করতে একটি দলকে এদিন জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা এলাকা পরিদর্শন করে রিপোর্ট দাখিল করবেন ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2gJXk9h

December 14, 2016 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top