নয়াদিল্লি, ১৭ ডিসেম্বরঃ যাত্রীদের জন্য বিমানবন্দরে বায়োমেট্রিক প্রযুক্তি আসতে চলেছে। বিমানযাত্রায় এবার থেকে আঙুলের ছাপ দিলেই চলবে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ইতিমধ্যেই হায়দরাবাদ বিমানবন্দরে এই নয়া ব্যবস্থা আংশিকভাবে চালু করেছে অসামরিক বিমান পরিবহণ দপ্তর। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার অন্তত ১০০ কোটি আধার কার্ড ‘ইশ্যু’ করেছে। আধার কার্ড তৈরির সময় কার্ড হোল্ডারদের আঙুলের ছাপ এবং চোখের মণি ‘স্ক্যান’ করা হয়। এই সমস্ত কিছুই সরকারের ডিজিট্যাল রেজিস্ট্রিতে রেকর্ড রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু হলে অন্তর্দেশীয় বিমান ধরতে শুধুমাত্র আঙুলের ছাপ দিয়েই বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করা যাবে। বর্তমানে বিমানবন্দরে প্রবেশ করতে গেলে যাত্রীদের বিমানের টিকিট, বৈধ পরিচয়পত্র দেখাতে হয়। সেই সময় আধার কার্ড নম্বর চাওয়া হয়। কিন্তু এই নয়া পদ্ধতি চালু হলে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করা যাবে। শুধুমাত্র অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। তবে আন্তর্জাতিক বিমান ধরতে গেলে আগের মতোই পাসপোর্ট দেখাতে হবে। সবদিক খতিয়ে দেখে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতা বিমানকর্মীদের এই নয়া ব্যবস্থা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2gOkaJG
December 18, 2016 at 04:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন