লন্ডন, ১৯ ডিসেম্বর- আইনি লড়াইয়ে এবার পালক দুই সন্তান ম্যাডক্স (১৫) ও প্যাক্স (১৩)-এর অভিভাবকত্ব হারাতে হতে পারে সাবেক দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে এ মুহুর্তে আদালতে লড়ছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। মার্কিন গণমাধ্যম রাডার অনলাইন বলছে, আদালতের নির্দেশে দত্তক নেয়া দুই ছেলে ম্যাডক্স ও প্যাক্সকে তাদের জন্মদাতা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে হতে পারে। সূত্র জানায়, দত্তক দুই ছেলেকে ফিরিয়ে দিতে হলে তা পিট ও জোলির জন্য খুবই দুঃখজনক একটি বিষয় হবে। কেননা তারা তাদের সন্তানদের ব্যাপারে খুবই স্পর্শকাতর আর বরারবরই তাদের মাঝে ভয় ছিলো হয়ত কোনো একদিন পালক সন্তানদের বাবা-মায়েরা তাদের সন্তানদের ফিরিয়ে নিতে আসবেন। ১৩ বছর বয়েসি প্যাক্সকে ভিয়েতনাম থেকে ২০০৭ সালে দত্তক নেয় এ জুটি। প্যাক্সের জন্মদাতা মা এ মুহুর্তে ভিয়েতনামের একটি জেলখানায় অঅছেন। তবে শিগগিরি জেল থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার। আর জেল থেকে ছাড়া পেয়ে ছেলেকে দেখতে চান বলেই জানিয়েছেন তিনি। ১৫ বছর বয়েসি ম্যাডক্স এর ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা। ম্যাডক্সের কম্বোডিয়ান বাবা-মা আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে। তবে যার কাছ থেকে ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন এ দম্পতি সে ছিলো একজন দালাল। পরবর্তীতে তার অপকের্মর জন্য তাকে গ্রেফতার করা হয়। ম্যাডক্সকে তার মা ১০০ ডলারে বেঁচে দিয়েছিলো বলে শিশু অধিকার বিষয়ক একটি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hgNhq1
December 19, 2016 at 02:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন