ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অপমৃত্যু

জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বরঃ সোমবার দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ নম্বর হস্টেলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি গুপ্তা (২২)। পুরুলিয়ার আদ্রার বাসিন্দা এই পড়ুয়া কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। কলেজের তরফে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 জানা গিয়েছে, ওইদিন বেলা ১টা পর্যন্ত রবির ঘরের দরজা বন্ধ ছিল। বহুবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় হস্টেলের অন্য ছাত্ররা দরজা ভেঙে ফেলেন। সেই সময় রবিকে অচৈতন্য অবস্থায় দেখে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘রবি খুব ভালো ছিল। রবির অকস্মাৎ মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। পুরুলিয়াতে রবির পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।’

জেলা হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান, মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। জলাপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি আশিস রায় জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে তাঁরা নেমেছেন। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2i3XGtk

December 20, 2016 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top