পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

1স্টাফ রিপোর্ট :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন মারা গেছেন। সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় আরও ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত উত্তর মাইল গ্রামের মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিমদ (৬০), আবদুর রহিমের ছেলে সুলেমান (২৫) ও লোকমান হোসেন (২০), স্কুলছাত্র রাহিন আহমদ (৮) ও মনি (১০)।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত উত্তর মাইল গ্রামের লোকজন গত সোমবার রাতে স্থানীয় বাজার থেকে পটকা (ফুটকা) মাছ কিনে আনেন। রাতে খাবার পর একাধিক পরিবারের লোকজনের বমি হতে শুরু করে।

মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ৩ পরিবারের ১৫ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পাঁচজনের মৃত্যু হয়।

এছাড়া ওসমানী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন দরবস্ত উত্তর মাইল গ্রামের উমর আলী (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৫) ছেলে কাওসার (১৭), মেয়ে সারিকা (১৮), পার্শ্ববর্তী বাড়ির রোবহান (৬০), জয়নাল আবেদীন (৪০), রাজিয়া বেগম (৪০) ও অজ্ঞাত আরও দুজন।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ওই গ্রাম পরিদর্শন করেছি। গ্রামের লোকজন বলছে পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় ওই পরিবারগুলোর লোকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। পুলিশ নমুনা সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gZ2hJB

December 06, 2016 at 10:18PM
06 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top