শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ ভুয়ো ইন্টারভিউয়ের ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে পঞ্জাব ও রাজস্থানের তিন যুবক পুলিশের জালে ধরা পড়ল। পুলিশ সূত্রের খবর, ধৃত ঋষি ভার্মা, প্রমোদ জিন্দাল ও সংকৃত্যায়ন শনিবার সকালে একটি হোটেল ভাড়া নিয়ে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউ নেওয়া শুরু করে। বিষয়টি ভুয়ে আঁচ করে কয়েকজন প্রধাননগর থানায় খবর দেন। তদন্তকারীরা জানান, বিদেশে চাকরি দেওয়ার নাম করে ধৃতরা সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল। তা দেখে অনেকেই এদিন ইন্টারভিউ দিতে হাজির হন। তবে ধৃতরা এদিন কারোর কাছ থেকে টাকা নিতে পারেনি বলে জানা গিয়েছে। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ইন্দ্র চক্রবর্তী জানান, ‘অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্দার হয়েছে। তদন্ত চলছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2iss6Wv
December 25, 2016 at 11:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.