বিরাটকে ডারহামে চান বোথাম

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বরঃ ‘বিরাট যদি ডারহামের হয়ে কাউন্টি খেলতে চায়, তাহলে আগামীকালই সেই ব্যবস্থা করে দেব’। বক্তা ইয়ান বোথাম। ইংল্যান্ডের প্রাক্তন এই কিংবদন্তি ক্রিকেটার কাউন্টি ক্রিকেটের দল ডারহামের চেয়ারম্যানও। তাঁর মতে, ইংল্যান্ডের পিচে ব্যাটিংয়ের উন্নতির জন্য বিরাটের কাউন্টি ক্রিকেট খেলা উচিত। উল্লেখ্য, কয়েকদিন আগে সেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্বয়ং বিরাটই। কাউন্টি খেলার ইচ্ছাপ্রকাশ করলেও কোনো ক্লাবের নাম নির্দিষ্ট করে বলেননি তিনি। তাই বোথাম একপ্রকার তাঁকে খোলাখুলি তাঁর দলের হয়ে খেলার অফার দিয়ে রাখলেন। বোথাম বলেছেন, ‘ইংল্যান্ডের মাঠে রান করে বিরাট নিশ্চয়ই নিজের ঝুলি ভরতে চাইবে। ওর ইংল্যান্ডের মাটিতে গড় মাত্র ১৪। যা শোধরাতে চাইবে। বিরাটের মতো চ্যাম্পিয়ন নিজের দুর্বলতাটা ঢেকে ফেলবে।’ চলতি ক্রিকেটবর্ষে এমনিতেই দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। ১২ টেস্টে করেছেন ১২১৫ রান। যদিও আইসিসি টেস্ট দলের বিচার করার সময়কালের বিভ্রাটের জেরে তাঁর স্থান হয়নি বর্ষসেরা টেস্ট একাদশে।



from Uttarbanga Sambad http://ift.tt/2i5a2AU

December 24, 2016 at 10:18PM
24 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top