কুমিল্লায় সাধারণ সদস্য ও নারী সদস্য পদে যারা নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় বুধবার কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং (মেঘনা-তিতাস ও দাউদকান্দি) ওয়ার্ডে নাসির উদ্দিন তালা প্রতীক নিয়ে ৬২  পেয়ে বিজযী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.সাইফুল মিয়া রতন ঘুড়ি প্রতীকে ৫২ ভোট পান।  ২নং (মুরাদনগর) ওর্য়াড থেকে মো:কামরুল  আলম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান ঘুড়ি প্রতীকে ৬১ ভোট পেয়েছেন। ৩নং ওয়ার্ড (দাউদকান্দি) থেকে মনির হোসেন ঘুড়ি প্রতীকে ৬৯  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো:আসলাম মিয়াজী তালা প্রতীকে ৪৪ ভোট পান, ৪নং ওর্য়াড (হোমনা) থেকে মহিউদ্দিন খন্দকার ঘুড়ি প্রতীকে ৬৯ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:জহিরুল ইসলাম তালা প্রতীকে ৫৬ ভোট পান। ৫নং (মুরাদনগর) ওয়ার্ড থেকে মো:জাকির হোসেন তালা প্রতীকে ৯০ ভোট পান,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর রহমান ঘুড়ি ৪৪ ভোট পান। ৬নং ওয়ার্ড (দেবিদ্বার) থেকে  মো:শাহজাহান সরকার, হাতী প্রতীকে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ময়নাল হোসেন,  উটপাখি প্রতীকে  ৫০ ভোট পান, ৭নং ওয়ার্ড (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) থেকে তারেক হায়দার, তালা প্রতীকে  ১২২ ভোট পান, মো:রেজাউল করিম ঘুড়ি প্রতীকে ৪৪ ভোট পান।  ৮নং ওর্য়াড (সদর ও বুড়িচং উপজেলার ১টি ও ইউনিয়ন) থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় আবদুল্লাহ আল মাহমুদ শহিদ নির্বাচিত হয়েছেন, ৯ নং ওর্য়াড(চান্দিনা) থেকে জাহাঙ্গীর আলম  টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোখলেছুর রহমান, হাতি প্রতীকে ৬৩ ভোট পান। ১০ নং (বরুড়া) সোহেল সামাদ,ঘুড়ি প্রতীকে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো:জসিম উদ্দিন ৩৪ ভোট পেয়েছেন। ১১ নং ওর্য়াড (মনোহরগঞ্জ) থেকে মো.আবদুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ১২ নং ওয়ার্ড ( লাকসাম উপজেলার ৭টি এবং বরুড়া উপজেলার ৪টি ইউনিয়ন) থেকে এড.আবু তাহের বৈদ্যুতিক পাখা  নিয়ে ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  ১৩ নং (সদর দক্ষিণ)তৌহিদুল ইসলাম মজুমদার, টিউবওয়েল প্রতীকে ১৮২ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাষ্টার আলী আজম মজুমদার ১ ভোট পান।  ১৪ নং (নাঙ্গলকোট)থেকে আবু বকর ছিদ্দিকী তালা প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ১৫ নং ওর্য়াড (চৌদ্দগ্রাম) থেকে বেসরকারী ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

সংরক্ষিত নারী সদস্য পদের মধ্যে ৪নং (লাকসাম ) ওয়ার্ড থেকে তানজিনা আক্তার, ৫নং ওয়ার্ড মুরাদনগরের সালমা আক্তার ছাড়া আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপর ৪টি সদস্য পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ১ নং ওয়ার্ডে (মেঘনা-তিতাস ও দাউদকান্দি) পারুল আক্তার দোয়াত কলম প্রতীক নিয়ে ৩১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেবন নেছা জীবন (স্বপ্না), ফুটবল প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ২ নং (মুরাদনগর) ওয়ার্ডে শিরিন সুলতানা ফুটবল প্রতীক নিয়ে ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  সরকার সেলিনা রহমান বই প্রতীকে ১৭ ভোট পেয়েছেন। ৩নং র্(সদর ,চান্দিনা ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ওয়ার্ড থেকে লাভলী আক্তার ফুটবল প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড.ফাহমিদা জেবিন  দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৯ ভোট।

The post কুমিল্লায় সাধারণ সদস্য ও নারী সদস্য পদে যারা নির্বাচিত হলেন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2isGeM0

December 28, 2016 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top