আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে বিমান হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত শিশু ও ছয় নারী রয়েছে। রোববার ইদলিবের একটি গ্রামে ওই হামলা হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রোববারের বিমান হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। ইদলিবের একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ইদলিবের কাফর নাবালের গ্রামের বাড়ি-ঘরে ও স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে বিমান থেকে ছয়বার হামলা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে সিরিয়ায় হামলা শুরু করে রাশিয়া। ক্রেমলিন বলছে, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gVkxqb
December 04, 2016 at 10:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.