৬৫ হাজার প্রবাসীর চাকরি বাতিলের ঘোষণা ট্রাম্পের

donaldনির্বাচনি ওয়াদা পূরণে তৎপর হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় শ্রেণির পেশাজীবী প্রবাসীদের চাকরিচ্যুত করার। এতে কাজ হারাবেন প্রায় ৬৫ হাজার বিদেশি। এদিকে শ্রমিকস্বার্থ বিরোধী পাজডারকে শ্রমমন্ত্রী করে আবারও সমালোচনার ঝড় তুলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এইচ/ওয়ান-বি পাসপোর্টধারীর সংখ্যা প্রায় ৬৫ হাজার। দ্বিতীয় শ্রেণির এই পেশাজীবীদের বেশির ভাগই ভারতীয়। রয়েছেন কিছু বাংলাদেশিও। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য, এদের কারণে যুক্তরাষ্ট্রে চাকরিক্ষেত্রে বাধার মুখে পড়ছেন মার্কিনরা। তাই বাতিল করতে চান এইচ/ওয়ান-বি পাসপোর্টধারীদের চাকরি।
ট্রাম্পের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে কখন তাদের চাকরিচ্যুত করা হবে জানায়নি ট্রাম্প প্রশাসন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েও মেলেনি কোনো বক্তব্য।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমাদের চাকরি আমরাই করবো, প্রবাসীরা আমাদের কর্মসংস্থান সংকুচিত করছে। আমি এইচ/ওয়ান বি পাসপোর্টধারীদের চাকরি বাতিলের চিন্তা করছি। এতে আমার দেশের মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন তারা কাজের সুযোগ পাবে।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিচারের মুখোমুখি করতে চান না বলেও জানিয়েছেন ট্রাম্প। মিশিগানের এক সমাবেশে এসব কথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে শ্রমমন্ত্রী হিসেবে ট্রাম্প বেছে নিলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিরোধী অ্যান্ড্রু পাজডারকে। ফাস্টফুড চেইন শপ সি/কে/ই/-র প্রধান নির্বাহী পাজডার, রেস্তোরাঁকর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করে ১৫ ডলারের প্রস্তাবের সমালোচনা করে হয়েছিলেন আলোচিত।
গুয়েনতানামো বে-র সাবেক কারাপ্রধান জন এফ কেলিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ম্যাড ডগ হিসেবে খ্যাত ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী মনোনয়নের পর এবার এলো শ্রমিকবিরোধী পাজডারকেই শ্রমমন্ত্রী করার ঘোষণা। ট্রাম্প ক্যাবিনেট নিয়ে একের পর এক এমন খবরে হতাশা বাড়ছে উদারপন্থিদের মধ্যে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gmgEGp

December 10, 2016 at 10:25PM
10 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top