কলেজ নির্বাচন নিয়ে সভা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, তুফানগঞ্জঃ তুফানগঞ্জ শহরে তৃণমূল ছাত্র পরিষদের ডাকে কলেজ ভোট নিয়ে এক নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে তুফানগঞ্জ শহরের ‘আবাহন’ হলে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সম্পাদক তাপস বর্মন, তুফানগঞ্জ পুরসভার পুরপতি অনন্তকুমার বর্মা, তুফানগঞ্জ আহ্বায়ক চানমোহন সাহা প্রমুখ।

তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনু সেন জানান, আসন্ন কলেজ নির্বাচন নিয়ে এদিনের কর্মীসভায় আলোচনা হয়। প্রার্থী বাছাইয়ের জন্য পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিনের সভায় কলেজ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের জোয়ার আনতে এবং ছাত্রছাত্রীদের পাশে সবসময় দাঁড়ানোর জন্য এবারও কলেজের ছাত্র সংসদ তাঁরাই দখলে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

এদিনের সভা থেকেই তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাজ্জাদ আহমেদ আনসারি এবং শুভম সরকারের নাম ঘোষণা করা হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2ihWuQd

December 29, 2016 at 11:09PM
29 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top