জিটিএ আইন সংশোধনের উদ্যোগ রাজ্যের

কলকাতা, ২৭ ডিসেম্বরঃ দার্জিলিং পাহাড়ের কালিম্পং নতুন জেলা হওয়ার প্রেক্ষিতে জিটিএ আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে পঞ্চায়েত ও আইন সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর আলোচনা করছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কাজে গতি আনার লক্ষ্যে বেশ কিছু দপ্তরের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পার্বত্য বিষয়ক দপ্তর এখন পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় চলে এসেছে। আদালতের সবুজ সংকেত মেলার পর কালিম্পংকে জেলায় উন্নীত করার প্রক্রিয়াও পুরদমে শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কালিম্পং যাওয়ার কথা।

দার্জিলিং পাহাড়ে কালিম্পং সহ তিনটি মহকুমা আছে। যা জিটিএ-র আওতায়। কালিম্পং জেলা হলে তার জন্য অর্থ, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রেও পরিবর্তন আনা দরকার। নতুন জেলায় জেলাসাসক সহ অন্যন্য দপ্তরও খোলা হবে। আগামী বছর পাহাড়ে পুরসভা ও জিটিএ নির্বাচন হওয়ার কথা। আসন্ন নির্বাচনগুলির আগে কালিম্পংকে জেলা করার কৃতিত্বকে পুঁজি করে তারা এই কাজে ঝাঁপিয়ে পড়তে আগ্রহী।



from Uttarbanga Sambad http://ift.tt/2i6NK1x

December 28, 2016 at 05:37PM
28 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top