কোচবিহার, ১৬ ডিসেম্বরঃ বৃহস্পতিবার কোচবিহার-১ ব্লকের ডাউয়াগুড়ি গ্রামপঞ্চায়েতের ভজনপুর এলাকায় তোর্ষা নদীর ধারে বিনা কর্ষণে মুসুরডাল ও গম চাষের জমি পরিদর্শন করলেন কৃষি আধিকারিকেরা। কোচবিহার-১ ব্লক সহকৃষি অধিকর্তার দপ্তরের ব্যবস্থাপনায় ওই এলাকায় তোর্ষা নদীর চরে জাতীয় খাদ্য সুরক্ষা মিলন প্রকল্পে বিনা কর্ষণে মুসুরডাল ও অনুর্বর জমিতে আতমা প্রকল্পে বিনা কর্ষণে গমের চাষ করা হয়েছে। এই দুই চাষের জমি পরিদর্শনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা উপকৃষি অধিকর্তা (প্রশাসন) মিনাজুর আহসান, আতমা প্রকল্পের জেলা অধিকর্তা হরিশ রায়, ব্লক সহকৃষি অধিকর্তা রজত চট্টোপাধ্যায়। প্রথাগত পদ্ধতি ব্যবহার না করে বিনা কর্ষণে চাষের মধ্য দিয়ে কৃষকেরা ব্যাপক লাভবান হবেন বলে তাঁদের আশা। স্থানীয় কৃষকেরাও ব্লক কৃষি বিভাগের ভূমিকায় আগ্রহ দেখান।
from Uttarbanga Sambad http://ift.tt/2gJahgA
December 16, 2016 at 09:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন